চট্টগ্রাম নগরীর বন্দর থানার বারিক বিল্ডিংয়ের গোসাইলডাঙ্গা এলাকায় ফার্নিচার ও স্ক্র্যাবের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রোববার (২২ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় বারিক বিল্ডিং গোসাইলডাঙ্গা কালী মন্দিরের পাশে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে জানানো হয়, বিকাল সাড়ে ৪টার দিকে আগুন লাগার খবর পেয়ে বন্দর ও আগ্রাবাদ ফায়ার স্টেশনের দুটি ইউনিটের চারটি গাড়ি ঘটনাস্থলে যায়। প্রায় আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে এখনও ক্ষয়ক্ষতি পরিমাণ জানা যায়নি।
আরএ/ডিজে