‘বাংলাদেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। এখানে সবাই নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করছে। বন্দরনগর চট্টগ্রামে ধর্মীয় অনুষ্ঠানাদিও সবাই পালন করতে পারছে স্বাধীনভাবে।’ চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন গোলপাহাড় মহাশ্মশান পরিচালনা পরিষদের নির্বাচিত সদস্যদের সাথে মতবিনিময়ে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘ঐতিহ্যবাহী গোলপাহাড় মহাশ্মশান মন্দিরটি সনাতন সম্প্রদায়ের তীর্থ স্থান। পাশাপাশি শবদেহ সৎকারের কাজটিও অনেক মহৎকর্ম। অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে অতীতের ন্যায় সনাতন ধর্মাবলম্বীদের সুখে-দুঃখে পাশে আছি।’
১২ অক্টোবর (সোমবার) গোলপাহাড় মহাশ্মশান পরিচালনা পরিষদের নবনির্বাচিত সদস্যদের সঙ্গে সাবেক মেয়রের এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় তিনি গোলপাহাড় মহাশ্মশান পরিচালনা পরিষদের নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানান এবং মন্দির উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
মতবিনিময়ে উপস্থিত ছিলেন পরিষদের সভাপতি মাইকেল দে, সাধারণ সম্পাদক কাজল কান্তি দেব, যুগ্ম সম্পাদক সঞ্জয় ভৌমিক কংকন, বিশ্বনাথ দাশ বিশু, মুনমুন দত্ত মুন্না, অমল কৃষ্ণ নাথ, অমিত চৌধুরী, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নিখিল কুমার নাথ, মহিলা সম্পাদিকা সুচিত্রা গুহ টুম্পা, তথ্য প্রযুক্তি সম্পাদক রাজীব চৌধুরী, সহ-সম্পাদক জিশু নাথ ও সদস্য রুবেল শীল প্রমুখ।
আদর/এমএহক