গোলপাহাড় মহাশ্মশান পরিচালনা পরিষদের উপদেষ্টা হলেন বীর মুক্তিযোদ্ধা অসিত সেন

দৈনিক চট্টগ্রাম প্রতিদিন এর পরিচালক বীর মুক্তিযোদ্ধা লায়ন অসিত সেন চট্টগ্রামের সনাতন সমাজের অন্যতম ধর্মীয়স্থান শ্রী শ্রী গোলপাহাড় মহাশ্মশান পরিচালনা পরিষদের উপদেষ্টা নির্বাচিত হয়েছে।

৬ অক্টোবর, শুক্রবার শ্রী গোলপাহাড় মহাশ্মশান পরিচালনা পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন নির্বাচন কমিশনার, হিন্দু বৌদ্ধ খীষ্ট্রান ঐক্য পরিষদ চট্টগ্রাম মহানগরের সভাপতি অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষ।

এ সময় তিনি বীর মুক্তিযোদ্ধা লায়ন অসিত সেনকে উপদেষ্টা নির্বাচিত করার কথা ঘোষণা করেন।

অসিত সেন দৈনিক চট্টগ্রাম প্রতিদিন এর পরিচালক ছাড়াও সনাতন সম্প্রদায়ের ঐতিহ্য ও ধর্মীয়স্থান দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালী নিমকালি মন্দির পরিচালনা পরিষদের সভাপতির দায়িত্বে রয়েছেন।

এছাড়াও তিনি বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগিশিক) চট্টগ্রাম মহানগরের প্রধান পৃষ্ঠপোষক, শ্রী শ্রী লোকনাথ সেবক ফোরাম চট্টগ্রাম মহানগরের সহ সভাপতি এবং সংসঙ্গ আশ্রম চট্টগ্রাম জেলার সহ সভাপতি দায়িত্বে রয়েছেন।

অসিত সেন বাঁশখালী মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার, নালাপাড়া পূজা উদযাপন পরিষদের সভাপতি ছিলেন দীর্ঘদিন।

উল্লেখ, এর আগে গোলপাহাড় মহাশ্মশান পরিচালনা পরিষদের সাধারণ সভায় আগামী ৩ বছরের জন্য সর্বসম্মতিক্রমে দোদুল দত্ত দকে সভাপতি ও বিশ্বনাথ দাশ বিষুকে সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm