চট্টগ্রাম নগরীর পাঁচলাইশের ঐতিহ্যবাহী গোলপাহাড় মহাশ্মশান পরিচালনা পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে দোদুল দত্তকে সভাপতি ও বিশ্বনাথ দাশ বিষুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
এর আগে শুক্রবার (২৯ সেপ্টেম্বর) গোলপাহাড় মহাশ্মশান পরিচালনা পরিষদের সভাপতি মাইকেল দে’র সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নিখিল কুমার নাথের সঞ্চালনায় এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে গত ৩ বছরের অর্থ রিপোর্ট পেশ করেন অর্থ সম্পাদক দোদুল দত্ত।
স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক কাজল কান্তি দেব।
আরও বক্তব্য রাখেন সাবেক সভাপতি হরিপদ দে, সাবেক সাধারণ সম্পাদক দুলাল চৌধুরী, মনিলাল দে, সাধন সিংহ, জগন্নাথ মিত্র, বিপ্লব মিত্র, দেবাশীষ নাথ দেবু, রাজীব দত্ত রিংকু, লেলিন পাল, বিশ্বনাথ দাশ বিষু, মুনমুন দত্ত মুন্না, অমল কৃষ্ণ নাথ, রুবেল দে, মিহির দে, চন্দন মহাজন, শৈবাল ভৌমিক, তুহিন রায়, রাজীব চক্রবর্তী, সুচিত্রা গুহ টুম্পা।
সভায় আগামী ৩ বছরের জন্য সর্বসম্মতিক্রমে দোদুল দত্তকে সভাপতি ও বিশ্বনাথ দাশ বিষুকে সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়।