গোলপাহাড় মহাশ্মশান কালী মন্দির পরিচালনা পরিষদের শপথ গ্রহণ

চট্টগ্রাম নগরীর ঐতিহ্যবাহী শ্রীশ্রী গোলপাহাড় মহাশ্মশান কালী মন্দির নতুন পরিচালনা পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ অক্টোবর) একুশে পদকপ্রাপ্ত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজবিজ্ঞানী প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় উপাচার্য ও মন্দিরের প্রধান পৃষ্ঠপোষক ড. অনুপম সেনের পরিচালনায় এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

সভাপতি দোদুল কুমার দত্তের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নিখিল কুমার নাথের সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি কাজল কান্তি দেব, সাধন সিংহ, বিপ্লব মিত্র, লেনিন পাল, দেবাশীষ দেবনাথ দেবু, সাধারণ সম্পাদক বিশ্বনাথ দাশ বিশু, যুগ্ম সাধারণ সম্পাদক মুনমুন দত্ত মুন্না, অমল কৃষ্ণ নাথ টুটুল, রুভেল দে, মিহির দে, চন্দন মহাজন, শিমুল মুহুরী, প্রবীর দে, রাহুল দাশ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm