গোচারণ ভূমি ইছাখালী এখন দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় শিল্পনগর

আওয়ামী লীগের সম্মেলনে ইঞ্জিনিয়ার মোশাররফ

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেছেন, ‘তারেক জিয়া বিদ্যুৎ খুঁটির (খাম্বা) টাকা মেরে লন্ডন পালিয়ে গেছে। বিএনপির সময় ৩ হাজার ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। বর্তমান সরকারের আমলে ২৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। বিশ্বে উন্নয়নশীল দেশের মধ্যে আমরা পঞ্চম হয়েছি। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) মিরসরাই উপজেলার আবুতোরাব বাজারে ১১নম্বর মঘাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ইঞ্জিনিয়ার মোশাররফ আরো বলেন, আমাদের ইছাখালী চরে একসময় গরু-মহিষ চরতো, এখন সেখানে ৩০ হাজার একর জায়গাজুড়ে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় বঙ্গবন্ধু শিল্পনগর হচ্ছে। এখানে সিঙ্গাপুর, মালোয়েশিয়া, চীন বিনিয়োগ করেছেন। যেখানে ৫ লক্ষ বেকার যুবকের কর্মসংস্থান হবে। তিনি দেশের উন্নয়নের স্বার্থে আগামীতেও আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে সবার প্রতি আহ্বান জানান।

ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মফিজ উদ্দিনের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন চৌধুরী সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মাহবুব রুহেল, মিরসরাই উপজেলা চেয়ারম্যান জসীম উদ্দিন। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল আনোয়ার বাহার চৌধুরী। উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আতাউর রহমান।

বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য কাইয়ুম নিজামী, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনায়েত হোসেন নয়ন, সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ, মিরসরাই পৌরসভার সাবেক মেয়র এম শাহজাহান, মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাস্টার, উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক নুরুল গণি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হাসান, মঘাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মিলন চৌধুরী, উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক আবু মোস্তফা কামাল চৌধুরী লিটন, নাসির উদ্দিন মিলন, ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুদ চৌধুরী, সাধারণ সম্পাদক নুরুল আবছার প্রমুখ।

পরে ২য় অধিবেশনে কাউন্সিলরদের সর্বসম্মতিতে উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক তোফায়েল উল্ল্যা চৌধুরী নাজমুলকে সভাপতি ও মহিউদ্দিন চৌধুরীকে পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। একইদিন বিকেলে উপজেলার ১২নম্বর খৈয়াছড়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সাবের আহম্মদ নিজামী সভাপতি ও মাহফুজুল হক জুনু পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!