চট্টগ্রামের বোয়ালখালীতে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ফজল করিম (৬০) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।
শনিবার (৩১ অক্টোবর) সকালে উপজেলার চরখিজিরপুর সাতঘরিয়া পাড়া এলাকায় ধর্ষণের এ ঘটনা ঘটে। এরপর এলাকাবাসী ফজল করিমকে আটক করে পুলিশে সোপার্দ করে। আটক ফজল করিম ওই এলাকার কালু মিয়ার পুত্র।
মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, ফজল করিম পাশের বাড়ির এক গৃহবধূকে দীর্ঘদিন ধরে ফুসলিয়ে আসছিলেন। শনিবার (৩১ অক্টোবর) সকালে তাকে একা পেয়ে ধর্ষণ করে। এ সময় এলাকাবাসী তাকে হাতেনাতে আটক করে। খবর পেয়ে বোয়ালখালী থানা পুলিশ তাকে থানায় নিয়ে আসে। ধর্ষিতা গৃহবধূ এক সন্তানের জননী। ফজল করিম ৫ সন্তানের জনক।
এ ঘটনায় পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তারিক রহমান রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা গেছে।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল করিম বলেন, আসামিকে শনিবার আটক করা হয়েছে। ওই রাতে ধর্ষিতা গৃহবধূ বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
এসএ