গৃহবধূকে ধরতে গিয়ে অস্ত্রসহ আসামি গ্রেপ্তার চকরিয়ায়

কক্সবাজারের চকরিয়ায় মাদক ব্যবসায়ী এক গৃহবধূকে ধরতে গিয়ে তার গোয়াল ঘরে লুকিয়ে থাকা ৪ মামলার আসামি মো. আজিজকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় পুলিশ তার কাছ থেকে একটি অস্ত্র ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে। বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকাল ৫টার দিকে চকরিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পুকপুকুরিয়ার চরপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. আজিজ চকরিয়া পৌরসভার পালাকাটার লালমিয়া পাড়ার জামাল উদ্দিন প্রকাশ লেদুর ছেলে।

চকরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবদুল বাতেন বলেন, ‌‘পুকপুকুরিয়া চরপাড়ায় অন্ধ কবিরের স্ত্রী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। বৃহস্পতিবার বিকালে তাকে ধরতে একদল পুলিশ অভিযান চালায়। ওই সময় তার গোয়াল ঘর থেকে একটি এলজি ও দুই রাউন্ড গুলিসহ লুকিয়ে থাকা আজিজকে গ্রেপ্তার করা হয়।’

ধৃত আজিজ ৭ মাস কারাভোগ করে জামিনে বের হওয়ার দুইমাস পর ফের গ্রেপ্তার হলো। তার বিরুদ্ধে দুটি অস্ত্র ও দুটি মাদক মামলা ছিল। বৃহস্পতিবার গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে এসআই আবদুল বাতেন বাদী হয়ে অস্ত্র আইনে আরও একটি মামলা করা হয়েছে।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!