গৃহবধূকে গলা কেটে খুন সীতাকুণ্ডে, স্বামীসহ আটক ৩

চট্টগ্রামের সীতাকুণ্ডের মুরাদপুর এলাকায় এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। এই ঘটনায় তিন যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ মে) রাতে উপজেলার মুরাদপুর ইউনিয়নের হাসনাবাদ এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ সাইমা আক্তার (২০) ওই এলাকার দিদারুল আলমের স্ত্রী।

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন রাত আনুমানিক ১১টার দিকে মুরাদপুর ইউনিয়নের হাসনাবাদ গ্রামের বাসিন্দা দিদারুল আলমের স্ত্রী সাইমা আক্তারকে গলা কাটা অবস্থায় পুকুর পাড়ে দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামী দিদারুল আলম ও ননদসহ তিনজনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

এই বিষয়ে মুরাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম বাহার বলেন, ‘প্রকৃত পক্ষে ঘটনা কি হয়েছে, তা তদন্ত করলেই বের হয়ে আসবে।’

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নিহতের মরদেহ পোস্টমর্টেমের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা প্রাথমিকভাবে জেনেছি, ঘটনার সময় নিহতের স্বামী তার কর্মস্থলে ছিলেন। গৃহবধূর ২ বছর বয়সী একটি ছেলেও রয়েছে। তবুও জিজ্ঞাসাবাদের জন্য আমরা তার স্বামী, ননদসহ তিনজনকে থানায় এনেছি। আর নিহতের স্বজন কেউ থানায় এলে মামলা দায়ের হবে।’

তবে সেখানে ডাকাতির কোনো ঘটনা ঘটেনি জানিয়ে ওসি বলেন, ‘গৃহবধূর গায়ে-হাতে গয়না ছিল।’

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm