কক্সবাজারের রামুতে খালেদা বেগম নামের ৪৮ বছর বয়সী এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। রোববার (২৭ ডিসেম্বর) বিকালে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের কম্বুনিয়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত গৃহবধূ ওই এলাকার আজিম উদ্দীনের স্ত্রী। তারা কিছুদিন আগে মহেশখালী উপজেলার শাপলার এলাকা থেকে খুনিয়াপালংয়ের কম্বনিয়ার বনবিভাগের জমির উপর নতুন বসতি গড়ে তুলছিল।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যার আলামত দেখে মনে হয়েছে পূর্বশত্রুতার জেরে ওই গৃহবধূকে হত্যা করা হয়েছে। পুলিশ আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এএইচ