গুরুতর আহতদের চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে প্রস্তুত সরকার- চট্টগ্রামে ধর্ম উপদেষ্টা

বিশেষজ্ঞ চিকিৎসকরা মতামত দিলে বৈষম্য বিরোধী আন্দোলনে গুরুতর আহতদের বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠাতে প্রস্তুত রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। 

বুধবার (২১ আগস্ট) দুপুরে চট্টগ্রামে প্রশাসনের সাথে মতবিনিময় সভার পর সাংবাদিকদের এ কথা বলেছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। 

ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন,দেশের বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের আন্দোলনে সারা দেশে নিহত শহীদ ও আহতদের নিয়ে একটি ফাউন্ডেশন গড়ার প্রক্রিয়া শুরু করবে সরকার। এ ফাউন্ডেশনের মাধ্যমে সকল শহীদ ও আহতদের পারিবারিক সহায়তা, তাদের লেখাপড়া ও চিকিৎসা করা হবে।

এর আগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আন্দোলনে আহত শিক্ষার্থীদের খোঁজখবর নেন ড. আ ফ ম খালিদ। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমম্বয়ক সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ ও আস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা শেখ মো. আহমদ উল্লাহসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এ সময় বলেন, যারা আহত আছেন তারা সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত তাদের চিকিৎসার ব্যয় সরকার বহন করবে। বিশেষজ্ঞরা মতামত দিলে অসুস্থ যে কাউকে বিদেশে পাঠাতেও প্রস্তুত সরকার।

আইএমই/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm