গুদামে মজুদ সয়াবিন তেল, বেশি দামে বিক্রি করায় চাক্তাইয়ের ৪ ব্যবসায়ীকে অর্থদণ্ড

বেশি দামে সয়াবিন তেল ও খাবারের রং হিসেবে ইন্ডাস্ট্রিয়াল রং বিক্রির অপরাধে চার প্রতিষ্ঠানকে ১ লাখ ৩৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১১ মার্চ) সকালে চট্টগ্রাম নগরীর কোতোয়ালীর নতুন চাক্তাই এলাকায় এ অভিযান পরিচালনা করে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। অভিযানের নেতৃত্বে ছিলেন উপ-পরিচালক ফয়েজ উল্যাহ।

অভিযানে চাক্তাই এলাকার হাজী মকবুল সওদাগর রোড সংলগ্ন ‘শহীদ অ্যান্ড ব্রাদার্স’কে বোতলজাত তেলের দামের চেয়ে বেশি দামে সয়াবিন তেল বিক্রি ও খাবারের রং হিসেবে ইন্ডাস্ট্রিয়াল রং বিক্রির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া গুদামের সয়াবিন তেলের মজুদ করে খুচরা ব্যবসায়ীদের কাছে বেশি দামে বিক্রি করায় ‘মেসার্স এমএস এন্টারপ্রাইজ’ নামের এক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই অভিযানে ‘মেসার্স বার আউলিয়া ট্রেডার্স’-কে শিল্পকাজে ব্যবহৃত ক্ষতিকর কেমিক্যাল ফুড গ্রেড হিসেবে বিক্রি এবং খাবারের রং হিসেবে ইন্ডাস্ট্রিয়াল রং বিক্রি করায় ৩০ হাজার টাকা এবং ‘ভাই ভাই ট্রেডার্স’-কে বেশি দামে সয়াবিন তেল বিক্রি করার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

উপ-পরিচালক ফয়েজ উল্যাহ জানান, নগরীর চাক্তাই এলাকায় গুদামে সয়াবিন তেল মজুদ করে দোকানে কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে সয়াবিন তেল বিক্রি ও ইন্ডাস্ট্রিয়াল রংকে খাবারের রং হিসেবে বিক্রি করার অপরাধে ৪ প্রতিষ্ঠানকে ১ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আরএ/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm