গাড়ি চাপায় যুবকের মৃত্যু সীতাকুণ্ডে

চট্টগ্রামের সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় গাড়ি চাপায় বিষ্ণু চন্দ্র মণ্ডল নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

নিহত বিষ্ণু ফরিদপুর জেলার ভাঙা উপজেলার নুরপুর গ্রামের অনিল চন্দ্র মণ্ডলের ছেলে।

রোববার (১৮ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাড়বকুণ্ড এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুর প্রায় সোয়া ১টার দিকে বাড়বকুণ্ড বাজার এলাকার মহাসড়ক অতিক্রম করছিলেন বিষ্ণু। এ সময় ঢাকামুখি দ্রুতগামী একটি গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তার একটি পা থেতলে যায়। খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কর্মী তুহিন হোসাইন বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে দুর্ঘটনাস্থল থেকে ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়।’

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ জানান, ওই যুবককে আশঙ্কাজনক অবস্থায় ফায়ার সার্ভিস কর্মীরা হাসপাতালে নিয়ে আসার পর পরই মারা যান। পরে তার পরিচয় নিশ্চিত হয়ে বাড়িতে খবর দিয়েছি আমরা।’

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm