সন্ধ্যা থেকে মোবাইল বন্ধ পাওয়া যায় তার। সারারাত নিখোঁজ থাকার পর পরেরদিন বিকেলে যুবকের লাশ মিললো মাইক্রোবাসের ভেতর।
বুধবার (২ সেপ্টেম্বর) চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানাধীন অলংকার মাইক্রোবাস স্ট্যান্ডে গাড়ির ভেতর থেকে মিন্টু (৩০) নামে ওই যুবকের লাশ উদ্ধার করে স্বজনরা।
নিহতের স্বজনরা জানায়, ভাড়ায় মাইক্রোবাস চালাতেন মিন্টু দাশ। প্রতিদিনের মত অলংকার মাইক্রো স্ট্যান্ডে গাড়ি নিয়ে ভাড়া নেওয়ার উদ্দেশ্যে যান তিনি। সন্ধ্যার পর থেকে হঠাৎ মিন্টুর মোবাইল সুইচ অফ পাওয়া যায়। তারপর থেকে আর ফোন অন না হলে সবাই খোঁজাখু্ঁজি শুরু করে। এক পর্যায়ে আজ বুধবার বিকেল ৫ টায় অলংকার মাইক্রো স্ট্যান্ডে গাড়ির ভিতরে তার লাশ পাওয়া যায়।
ঘটনাস্হলে থাকা মিন্টুর ভগ্নিপতি সমীরণ দাশ (৫০) বলেন, লাশের শরীরের বিভিন্ন স্হানে আঘাতের চিহ্ন রয়েছে। কে বা কারা তাকে হত্যা করে মাইক্রোর ভেতর ফেলে রেখে চলে যায়। জরুরিভাবে চট্টগ্রাম চমেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। লাশ পোস্টমর্টেমের জন্য মর্গে পাঠানো হয়েছে।
চমেক হসপিটালের দায়িত্বে ফাঁড়ি ইনচার্জ জহিরুল ইসলাম খুনের বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।
জেএস/এসএস