পতেঙ্গার এয়ারপোর্ট এলাকার নেজাম মার্কেটের সামনে গাড়ির ধাক্কায় এক পথচারীর মৃত্যু হয়েছে।
সোমবার (২৫ এপ্রিল) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেন পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান।
সাদেকুর রহমান বলেন, ‘রাত ৮টার দিকে পতেঙ্গা থানার এয়ারপোর্ট এলাকার নেজাম মার্কেটের সামনে গাড়ির ধাক্কায় অজ্ঞাত এক পথচারী আহত হন। তাকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে আসে। ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করানোর কিছুক্ষণ পর মারা যান ওই ব্যক্তি।’
তিনি আরও বলেন, ‘পতেঙ্গা থানায় বিষয়টি অবহিত করা হয়েছে। লাশ জরুরি বিভাগের মর্গে রাখা আছে।’
আইএমই/ডিজে