চট্টগ্রাম নগরীর আগ্রাবাদের লাকি প্লাজার সামনে আম্বিয়া ফ্যাশনে আগুন লাগার খবর শুনে হুড়োহুড়ি লেগে যায়। এ সময় দ্রুত সিঁড়ি দিয়ে নামতে গিয়ে দুই শ্রমিক আহত হওয়ার ঘটনা ঘটেছে। কিন্তু আগুন ছিল সামান্য। বয়লার লিকেজ করে আগুনের ফুলকি বের হতেই আগুন নিভিয়ে ফেলা হয়।
কিন্তু পুরো গার্মেন্টসে আগুন লাগার খবর রটে যায়। খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে। কিন্তু ফায়ার সার্ভিস যাওয়ার আগেই আগুন নিভে যায়। রোববার (৯ জানুয়ারি) এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশনের উপ-সহকারী পরিচালক নিউটন দাশ বলেন, ‘আম্বিয়া ফ্যাশন গার্মেন্টসে বয়লার লিকেজ হয়ে আগুনের ফুলকি বেরুতে থাকে। সাথে সাথে উপস্থিত কর্মীরা তা নিভিয়ে ফেলে। কিন্তু এ খবর গার্মেন্টস কর্মীরা জানতে পারলে বের হয়ে আসার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। আমরা জানতে পেরেছি, হুড়োহুড়িতে পড়ে দুই কর্মী আহত হয়েছে।’
ফায়ার সার্ভিসের একটি ইউনিটের তিমটি গাড়ি ঘটনাস্থল গিয়েছিল বলে জানান নিউটন দাশ।
আইএমই/এমএফও