গাড়ি চলবে না মুরাদপুর-অক্সিজেন সড়কে

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় মুরাদপুর-অক্সিজেন সড়কের বিভিন্ন খাল, কালভার্ট ও ড্রেন সম্প্রসারণের কাজের জন্য সড়কটি সাময়িকভাবে ব্যবহারে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) থেকে সড়কটি বন্ধ থাকার কথা জানিয়ে ওই এলাকায় ব্যানার টাঙিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড।

এ সময় বিকল্প রাস্তা ব্যবহারের জন্য ওই সড়কে ব্যানার টাঙিয়ে জানিয়ে দেওয়া হয়েছে।

জানা গেছে, চট্টগ্রাম মহানগরের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ করতে গিয়ে বিভিন্ন সড়কের ড্রেন, কালভার্ট সংস্কারের প্রয়োজন দেখা দেয়। এ জন্য সাময়িক বন্ধ রাখা হয়েছে নগরীর মুরাদপুর থেকে অক্সিজেন সড়কটি।

বিএস/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm