s alam cement
আক্রান্ত
৫৬৮৮০
সুস্থ
৪৮৩৭৪
মৃত্যু
৬৬৬

গাছে ঝুলছিল প্রধান শিক্ষকের লাশ

0

রাঙামাটির লংগদুতে গাছে ঝুলন্ত অবস্থায় আবদুর রহিম নামের ৪৫ বছর বয়সী এক স্কুল শিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৪ নভেম্বর) সকালে বাড়ির পাশে একটি গাছ থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশ রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

আবদুর রহিম লংগদু উপজেলার কালাপাকুজ্জ্যা ইউনিয়নের গুচ্ছশিবির এলাকার বেলায়েত হোসেনের ছেলে এবং কালাপাকুজ্জ্যা সেনামৈত্রী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

আবদুর রহিমের স্ত্রী সাংবাদিকদের জানান, তিনি ধার্মিক মানুষ ছিলেন। এলাকায় তাকে সবাই সম্মান করতেন। মঙ্গলবার রাতে এশারের নামাজ পড়ে মসজিদ থেকে ঘরে আসেন তিনি। ঘুমানোর আগে মোবাইল ফোন খোঁজে পাচ্ছে না বলে জানান। পরে ঘুমাতে যান। তবে রাতে কখন বাইরে গেছেন তা কেউ বলতে পারছেন না। রাতে বাচ্চা কান্না করলে তার ঘুম ভাঙে। তখন দেখেন তার স্বামী ঘরে নেই। পাশের কক্ষে গিয়েও না পেলে বাড়ির সবাইকে ডেকে তোলেন। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর ঘরের পেছনে একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে পাওয়া যায়।

এ ব্যাপারে লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহাম্মদ নূর বলেন, মরদেহের ময়নাতদন্ত রিপোর্ট এলেই মৃত্যুর কারণ জানা যাবে। এই মুহূর্তে মৃত্যুর বিষয়ে কোনো মন্তব্য করতে পাচ্ছি না।

এএইচ

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm