গল টেস্টে ধনঞ্জয়ার স্পিনবিষে বিপদে নিউজিল্যান্ড

দুই ম্যাচের টেস্ট সিরিজে স্বাগতিক শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করতে পারলে ভারতকে পেছনে ফেলে শীর্ষে উঠে যাবে নিউজিল্যান্ড– এই প্রত্যাশা নিয়েই গলে আজ (১৪ আগস্ট) স্বাগতিকদের মুখোমুখি হয়েছে কিউইরা। স্পিন সাম্রাজ্য বলা চলে এই গলকে। যেখানে উইকেটের বন্যা বইয়ে দিতেন মুত্তিয়া মুরালিধরনরা।

সেই মাঠেই আজ ঘূর্ণিঝড় বইয়ে দিলেন আরেকজন অফব্রেক বোলার, আকিলা ধনঞ্জয়া। তার অফব্রেক ঘূর্ণিতে শুরুতেই রীতিমত চোখে শর্ষেফুল দেখতে শুরু করেছে সফরকারী নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা।

শুধুমাত্র ধনঞ্জয়ার বোলিংয়ের সামনেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নিউজিল্যান্ড। ১৭৯ রানের মাথায় তারা হারিয়েছে ৫টি উইকেট। আকিলা ধনঞ্জয়া একাই নিয়েছেন এই ৫ উইকেট।

টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। ৬৪ রানের জুটি গড়েন দুই ওপেনার জিত রাভাল এবং টম ল্যাথাম। ২৭তম ওভারের তৃতীয় বলে টম ল্যাথামকে উইকেটের পেছনে ডিকভেলার হাতে ক্যাচ দিতে বাধ্য করেন ধনঞ্জয়া। ৩০ রানে আউট হন ল্যাথাম।

দুই বল বিরতি দিয়ে একই ওভারে ধনঞ্জয়া তুলে নেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসের উইকেটও। শর্ট মিডউকেটে দিমুথ করুনারত্নে হাতে ক্যাচ দিয়ে ফিরে যান কেন উইলিয়ামসন। ৩ ওভার বিরতি দিয়ে, ৩১তম ওভারের দ্বিতীয় বলে দলীয় ৭১ রানের মাথায় জিত রাভালকেও তুলে নেন ধনঞ্জয়া। ৮৩ বলে ৩৩ রান করে ধনঞ্জয়া ডি সিলভার হাতে ক্যাচ দিয়ে ফেরেন জিত রাভাল।

এরপরই প্রতিরোধ গড়ে দাঁড়ান দুই অভিজ্ঞ ব্যাটসম্যান রস টেলর এবং হেনরি নিকোলস। দু’জনের ব্যাটে গড়ে ওঠে বরাবর ১০০ রানের জুটি। ১৭১ রানের মাথায় আবারও আকিলা ধনঞ্জয়া আঘাত হানেন। এবার ৭৮ বলে ৪২ রান করে ধনঞ্জয়ার বলে এলবিডব্লিউর শিকার হন নিকোলস। বিজে ওয়াটলিং মাঠে নেমে ৫ বল খেলতে পারলেন কেবল। ১ রান করেই আকিলার বলে এলবিডব্লিউর শিকার হন।

১৭৯ রানে ৫ উইকেট পড়ার পর নিউজিল্যান্ডকে টেনে নেয়ার চেষ্টা করছেন রস টেলর আর মিচেল সান্তনার। ১৩১ বলে ৮৬ রানে টেলর এবং ২১ বলে ৮ রানে উইকেটে রয়েছেন সান্তনার। এ রিপোর্ট লেখার সময় নিউজিল্যান্ড ৬৭ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ২০৩ রান করার পর আলোকস্বল্পতার কারণে আম্পায়াররা দিনের খেলার ইতি টানেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!