গলায় ফাঁস দিয়ে টমটম চালকের আত্মহত্যা

0

চট্টগ্রাম নগরীর মধ্যম হালিশহর এলাকায় গলায় ফাঁস লাগিয়ে টমটম গাড়ির এক চালক আত্মহত্যা করেছেন। ৪৫ বছর বয়সী ওই ব্যক্তির নাম মো. মফিজুর রহমান।

রোববার (২০ জুন) বিকাল ৫টার দিকে নিজ ঘরের সিলিংয়ে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে পুলিশ। নিহত মফিজ ওই এলাকার আব্দুর সবুরের ছেলে।

এ বিষয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক শীলাব্রত বড়ুয়া চট্টগ্রাম প্রতিদিনকে জানান, বিকাল ৫টার দিকে মফিজুর রহমান নামের এক টমটম চালককে চট্টগ্রাম মেডিকেল চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত তাকে ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

s alam president – mobile

এএন/এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!