চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার ইসহাকপুল এলাকায় একটি অফিস কক্ষের সিলিংয়ের সাথে গলায় ফাঁস লাগিয়ে এক যুবক আত্মহত্যা করেছেন। ২৪ বছর বয়সী ওই যুবকের নাম রায়হান হোসেন রাকিব।
রোববার (১৪ মার্চ) রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রায়হান ওই এলাকার মৃত নুরুল আলমের ছেলে।
এ বিষয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভূঁইয়া চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘বাকলিয়ার ইসহাকপুল এলাকায় সিলিংয়ের সাথে গলায় ফাঁস লাগিয়ে রায়হান নামে এক যুবক আত্মহত্যা করে। পরে তার মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজের জরুরী বিভাগে আনা হয়। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।’
এএন/এমএফও