গলায় বেল্ট পেঁচানো যুবকের লাশ উদ্ধার চট্টগ্রাম বন্দর এলাকায়

চট্টগ্রামের বন্দর থানার নিমতলা টার্মিনাল এলাকায় পরনের প্যান্টের বেল্ট গলায় পেঁচানো অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৭ জানুয়ারি) সকালে ওই এলাকার একটি পেট্রোল পাম্পের পাশের ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহতের নাম মো. জাহিদ (২৬)। নগরের আগ্রাবাদ সিডিএ ১ নম্বর রোডের শুক্কুর মাঝির বাড়ির মো. আলমের পুত্র।

s alam president – mobile

নিহতের এলাকার মামাত ভাই মনির বলন, ‘জাহিদ পড়াশুনা করে। কলেজে পড়ছে। গতকাল সকালে প্যান্টের বেল্ট পেঁচানো অবস্থায় তাকে দেখতে পাই। পরে লোকজন সহযোগিতায় আমি মেডিকেল নিয়ে যাই। সেখানে তার লাশ পোস্ট মর্টেমের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ মর্গে প্রেরণ করা হয়।’

তিরি আরও বলেন, ‘জাহিদের অবিবাহিত। পরিবারের তার মা-বাবা বোন রয়েছে।’

বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপির বন্দর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ বাহার মিয়া। তিনি চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘এ ঘটনায় প্রাথমিকভাবে থানায় অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। পোস্টমর্টেম রিপোর্টের পর জানা যাবে এটি কি আত্মহত্যা, নাকি হত্যাকাণ্ড।’

Yakub Group

এমএ/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm