কক্সবাজারের রামুতে গলাকাটা অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ৷ ওই যুবকের বয়স আনুমানিক ২৭ বছর।
মঙ্গলবার (৭ জুলাই) সকালে রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের রামু সরকারি কলেজ সংলগ্ন মাজাহারুল উলুম মাদ্রাসার পাশে কৃষি জমি থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, মাজাহারুল উলুম মাদ্রাসার পাশে জমিতে লাশ পড়ে থাকতে দেখে লোকজন পুলিশকে খবর দেয়। সকাল ৭টার দিকে রামু থানা পুলিশ যুবকের লাশটি উদ্ধার করে। এসময় লাশের পাশে পড়ে থাকা একটি স্মার্টফোনও জব্দ করে পুলিশ।
স্থানীয়দের ধারনা, পরিকল্পিতভাবে যুবকটিকে অন্য কোথাও জবাই করে হত্যা করা হয়েছে। হত্যাকারীরা ঘটনা ধামাচাপা দিতে এখানে এনে লাশ ফেলে দিয়ে গেছে।
ঘটনার সত্যতা স্বীকার করে রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল খায়ের গলাকাটা যুবকের পরিচয় শনাক্ত হয়নি বলে জানান।
এসএ