গণপরিষদ সদস্য আবু ছালেহের দোয়া নিলেন মেয়র প্রার্থী রেজাউল

0

সাবেক গণপরিষদ সদস্য, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবু ছালেহের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী মুক্তিযোদ্ধা এম. রেজাউল করিম চৌধুরী।

মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে চট্টগ্রামের চেরাগী পাহাড়ের আবু ছালেহের নিজ বাসভবনে আসেন মেয়র প্রার্থী এম. রেজাউল করিম চৌধুরী। এ সময় গণপরিষদ সদস্য আবু ছালেহের কাছে দোয়া ও নির্বাচনে জয়লাভের জন্য পরামর্শ চান তিনি।

সাক্ষাৎকালে মুক্তিযোদ্ধা আবু ছালেহ বলেন, ‘রেজাউল করিম চৌধুরী একজন সৎ ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ। কোনো লোভ লালসা কখনো তাকে স্পর্ষ করতে পারেনি। আওয়ামীলীগ সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন যোগ্য ব্যক্তিকে মূল্যায়ন করেছেন। তাকে বিজয়ী করলে চট্টগ্রামে চলমান উন্নয়নের ধারা আরো বেগবান হবে।’

s alam president – mobile

আদর/এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!