খেলার মাঠ ফিরে পেতে মাঠে নামলো নগর ছাত্রলীগ

চট্টগ্রামে নামে-বেনামে দখল এবং সংস্কারের অভাবে খেলার অনুপযুক্ত ও জরাজীর্ণ হয়ে পড়া খেলার মাঠগুলো ফিরে পেতে আন্দোলনে নেমেছে নগর ছাত্রলীগ। পাশাপাশি নগরীর কাজির দেউড়িতে অবস্থিত শিশুপার্ক উচ্ছেদ করে সেটিকে আবারও আগের মতো ছায়াঘেরা উদ্যানে পরিণত করার দাবি জানিয়েছে সংগঠনটি।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে নগরীর কাজির দেউড়িতে আউটার স্টেডিয়ামের সামনে এসব দাবি জানিয়ে মানববন্ধনের আয়োজন করে ছাত্রলীগ, যাতে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরাও অংশ নেন।

মানববন্ধনে নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু বলেন, ‘চট্টগ্রামে বলতে গেলে এখন আর খেলার উপযুক্ত কোনো মাঠ নেই। এই শহরে উল্লেখযোগ্য মাঠ শুধু তিনটি- আউটার স্টেডিয়াম, পলোগ্রাউন্ড এবং প্যারেড মাঠ। এই মাঠগুলো থেকে তৈরি হয়েছে শত, শত খেলোয়াড়। এর মধ্যে ক্রিকেটে জাতীয় দলে নেতৃত্ব দিয়েছেন নান্নু, আকরাম, নাফিস, তামিম, আফতাবের মতো তারকা খেলোয়াড়রা। জাতীয় ফুটবল দলের অধিনায়ক মামুনও এই মাঠের সৃষ্টি। অথচ এই মাঠগুলোর আজকের অবস্থা কি? একটি মাঠও খেলার উপযুক্ত নেই। কোথাও দখল করে রাখা হয়েছে। সংস্কারের অভাবে ইট-পাথরের জঞ্জালে পরিণত হয়েছে। আবার মাঠ ইজারা দিয়ে দোকানপাট বানিয়ে একশ্রেণির মাফিয়াগোষ্ঠী কোটি কোটি টাকা আত্মসাত করেছে। আর আজকের কিশোর-তরুণরা খেলতে না পেরে মোবাইলে-ফেসবুকে আসক্ত হয়ে পড়ছে। খারাপ আড্ডা আর অপসংস্কৃতিতে আসক্ত হচ্ছে।’

মানববন্ধনে ছাত্রলীগ নেতারা সকল খেলার মাঠ দখলমুক্ত করে খেলার উপযুক্ত করার দাবি জানান। তারা বলেন, চট্টগ্রামে ইনডোর স্টেডিয়ামের অভাব রয়েছে। এজন্য চট্টগ্রামে কোনো আন্তর্জাতিক ইনডোর গেমস হচ্ছে না। সেজন্য পূর্ণাঙ্গ ইনডোর স্টেডিয়ামের দাবিও জানানো হয় মানববন্ধন থেকে।

এসময় অন্যান্যের মধ্যে নগর ছাত্রলীগের সহসভাপতি নাজমুল হাসান রুমি ও একরামুল হক রাসেল, সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম মানিক, সম্পাদকমণ্ডলীর সদস্য মিনহাজুল আবেদীন সানি, সহসম্পাদক কায়সার আহমেদ রাজু, আবুল মনসুর টিটু, শুভ ঘোষ, সদস্য সালাউদ্দিন বাবু, শেখর দাশ, আরাফাত রুবেল, মিজানুর রহমান মিজান, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক সবুজ, পতেঙ্গা থানা ছাত্রলীগের সভাপতি হাসান হাবিব সেতু ও সাধারণ সম্পাদক মেহরাজ তৌসিফ, বন্দর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু, ডবলমুরিং থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব হায়দার, চান্দগাঁও থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. শহীদ ও ইসলামিয়া কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মীর মোহাম্মদ ইমতিয়াজ বক্তব্য রাখেন।

এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm