খেলনা পিস্তল হাতে নগড়জুড়ে ছিনতাই করতো ওরা, থাকতো ছুরি চাপাতিও

তাদের পেশা কখনো ছিনতাই। কখনো ডাকাতি। কোতোয়ালী থানার পুরাতন রেল স্টেশন কিংবা গ্রামীণ মাঠ এলাকায় তাদের আস্তানা। অন্ধকার নামলেই তাদের হাতে উঠে ছুরি, চাপাতি। খেলনার পিস্তলও ব্যবহার করে তারা ছিনতাই, ডাকাতির কাজে। কোতোয়ালী এলাকায় আস্তানা হলেও তাদের অপরাধ বিস্তৃত গোটা নগর জুড়েই।

এমন পেশাদার ৮ ছিনতাইকারীকে গ্রেফতার করেছ চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা পুলিশ। তাদের কাছ থেকে ১টি খেলনা পিস্তল, ৬টি টিপ ছোরা ও ১টি চাপাতি উদ্ধার করা হয়। রোববার (৩ সেপ্টেম্বর) গভীর রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, মো. বদিউল আলম প্রকাশ বদি, মো. তারেক, মো. মামুন, জুয়েল দাশ, মো. আসিফ হোসেন প্রকাশ সাকিব, মেহেদী হাসান, রিপন দত্ত ও মো. সোহেল।

কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন জানান, গ্রেফতারকৃতরা চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ছিনতাই ও ডাকাতিতে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে ও পেনাল কোডের ৩৯৯ ও ৪০২ ধারায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm