চট্টগ্রামের লোহাগাড়ায় পানিতে ডুবে নূর মোহতাসিমাত মিলহান নামের ৩ বছর বয়সী এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে উপজেলার আমিরাবাদ রাউজন্যা পড়ায় এ ঘটনা ঘটে। নিহত মিলহান ওই এলাকার মিনহাজ উদ্দিনের মেয়ে।
বিষয়টি নিশ্চিত করেছেন নিহত শিশুর জেঠ্যা বাহার উদ্দিন। তিনি বলেন, ‘খেলতে গিয়ে সবার অগোচরে বাড়ির পুকুরে পড়ে যায় মিলহান। অনেক্ষণ তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করি। পরে পানিতে ভাসমান অবস্থায় তাকে পাওয়া যায়। সেখান থেকে তাকে দ্রুত উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
এএইচ