খেলতে গিয়ে পুকুরে ডুবে চট্টগ্রামে শিশুর মৃত্যু

বাড়ির পাশে অন্য শিশুদের সাথে খেলতে গিয়ে সবার অলক্ষ্যে পুকুরে পড়ে যায় ৫ বছরের শিশু মো. মুরসালিন। দীর্ঘক্ষণ বাড়ি না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করলে বাড়ির পিছনের পুকুরে তাকে ভাসমান অবস্থায় দেখতে পায়। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নের তেকোটা গ্রামে এই ঘটনা ঘটে।

বুধবার (২৫ আগস্ট) সন্ধ্যায় তাকে পুকুরে ভাসমান অবস্থায় পাওয়ার পর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নিহত শিশু মুরসালিন ওই এলাকার মো. সুমনের ছেলে।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. মো. এমরান জানান, হাইলধর এলাকা থেকে পুকুরে ডুবে যাওয়া একটি শিশুকে নিয়ে আসা হয়। হাসপাতালে আসার আগেই শিশুটির মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, বাড়ির পাশে শিশুদের সঙ্গে খেলতে যায় মুরসালিন। দীর্ঘক্ষণ বাড়ি না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করলে বাড়ির পিছনের পুকুরে তাকে ভাসমান অবস্থায় দেখতে পায়। পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই শিশুকে মৃত ঘোষণা করেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!