খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু লামায়

বান্দরবানের লামায় পানিতে ডুবে মো. রিয়াজ নামের দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ৯টায় লামা হাসপাতাল পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। রিয়াজ ওই এলাকার শাহ আলমের ছেলে।

জানা যায়, পানিতে শিশুর মৃতদেহ ভেসে উঠলে পরিবারের লোকজন শিশুটিকে উদ্ধার করে লামা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত শিশুর পিতা শাহ আলম বলেন, ‘ডলুঝিরিতে আমাদের খামার বাড়ি। আমার স্ত্রী কাজকর্ম করছিল। খেলতে গিয়ে কখন যে চোখের অগোচরে ছেলেটি পুকুরে পড়ে গেছে তা আমার স্ত্রী খেয়াল করেনি। বছর খানেক আগে থানছি উপজেলায় জমি চাষ করতে গিয়ে আমার আরেক ছেলে নদীতে ডুবে মারা যায়। শোকে আমার স্ত্রী পাথর হয়ে গেছে।’

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন লামা থানা পুলিশের উপ-পরিদর্শক মো. আশরাফ। তিনি বলেন, ‘শিশুটির লাশের প্রাথমিক সুরতহাল করা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিশুটির বাবা-মায়ের মতামত নিয়ে লাশ দাফনের জন্য বলেছেন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপ্পেলা রাজু নাহা।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!