খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু কর্ণফুলীতে

চট্টগ্রামের কর্ণফুলীতে পানিতে ডুবে মতিয়াজুর রহমান তুশান (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৫ আগস্ট) দুপুর ১২টার দিকে শিকলবাহা ইউনিয়নের মিয়াজি গোষ্ঠীর বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত মতিয়াজুর রহমান শিকলবাহা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মিয়াজি গোষ্ঠীর বাড়ির মো. হারুনের পুত্র।

বিষয়টি নিশ্চিত করেছেন শিকলবাহা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শফিউল আলম। তিনি বলেন, ‌‘রোববার দুপুরে খেলতে গিয়ে পানিতে পড়ে যায় মতিয়াজুর রহমান। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm