খুৎবা আর জুমা ১০ মিনিটে শেষ করতে নির্দেশ

জুমার নামাজ মাত্র ১০ মিনিটে শেষ করতে নির্দেশ দিয়েছেন সংযুক্ত আরব আমিরাত সরকার।

করোনাভাইরাসের বিস্তার প্রতিরোধে জুমার নামাজ সংক্ষিপ্ত করতে নামাজে দুটি আয়াত তিলাওয়াতে সীমাবদ্ধ থাকার পাশাপাশি খুৎবাও যেন সংক্ষিপ্ত করা হয় এমন নির্দেশ দিয়েছে আমিরাত কর্তৃপক্ষ।

প্রাণঘাতী করোনাভাইরাসের ধাক্কা মধ্যপ্রাচ্যেও পৌঁছে গেছে। তাই ভাইরাসটির বিস্তার ঠেকাতে জনসমাগম নিরুৎসাহিত করা হচ্ছে। এরই অংশ হিসেবে মুসলিমদের জুমার নামাজে যাতে বেশি সময় জনসমাগম না হয় সেজন্য এমন নির্দেশ দিলো আরব আমিরাত কর্তৃপক্ষ।

আমিরাত কর্তৃপক্ষের ওই নির্দেশনায় বলা হয়, এ ধরণের সিদ্ধান্ত করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে সাহায্য করবে। এতে আরো বলা হয়, প্রতিকার অপেক্ষা প্রতিরোধই উত্তম।

প্রসঙ্গত, সৌদি সরকার ইতোমধ্যে ওমরা হজের ভিসা বন্ধ করে দিয়েছে। কোন কোন দেশ জুমার নামাজও বন্ধ রেখেছেন। বিশ্বব্যাপী এখন সবার আতঙ্কের নাম করোনাভাইরাস।


এফএম/এসএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!