খুলশী আমবাগানের কুখ্যাত সন্ত্রাসী হেলাল গ্রেফতার

মুক্তিযোদ্ধা শফি হত্যা মামলার যাবজ্জীবন সাজ্জাপ্রাপ্ত আসামি যুবলীগ নেতা হেলালকে গ্রেফতার করেছে খুলশী থানা পুলিশ।

মঙ্গলবার (৬ জুন) দুপুরে লালদীঘির পাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

হেলাল খুলশী থানার আমবাগান ফ্লোরাপাস রোডের মোজাফফর আহমেদের পুত্র।

জানা যায়, ২০০৩ সালে রেলকর্মচারী মুক্তিযোদ্ধা শফি হত্যা মামলার যাবতজীবন সাজাপ্রাপ্ত আসামি সন্ত্রাসী হেলাল। সে রেলওয়ে বিভিন্ন দপ্তরে টেন্ডারবাজী, চাঁদা বাজিসহ নানা সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত। ২০২১ সালের ১ ডিসেম্বর চট্টগ্রাম প্রতিদিনের সংবাদকর্মীর উপর হামলা মামলার আসামি এ হেলাল।

শফি হত্যা মামলায় ২০২২ সালে ১৮ বছর পর এই মামলার অপর আসামী সিপন ও ইমন নামে দুই ব্যক্তি ফাঁসির দণ্ড কার্যকর হয় কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে। এ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হেলাল।

খুলশী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সন্তোষ চাকমা সত্যতা নিশ্চিত করে বলেন, ‘হেলালের বিরুদ্ধে যাবজ্জীবন সাজা রয়েছে। দুটি মামলার গ্রেফতারী পরোয়ানা রয়েছে তার বিরুদ্ধে। তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।’

Yakub Group

জেএস/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!