খুলশীর ডাস্টবিনে মিললো মানুষের কাটা হাত

চট্টগ্রামের খুলশী এলাকায় একটি ডাস্টবিন থেকে এক ব্যক্তির হাত উদ্ধার করা হয়েছে। তবে হাতটি কার তা এখনো শনাক্ত করা যায়নি বলে জানিয়েছেন পুলিশ।

মঙ্গলবার (২৮ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে খুলশী থানার কুসুমবাগ আবাসিকের একটি ডাস্টবিন থেকে হাতটি উদ্ধার করা হয়।

তবে আশেপাশের কোনো হাসপাতাল থেকে কাটা হাতটি ময়লার স্তুপে আসতে পারে বলে ধারণা করছে খুলশি থানা পুলিশ।

s alam president – mobile

খুলশী থানার উপ পরিদর্শক (এসআই) মো. সাহেদ খান জানান, ‘ডাস্টবিনের পাশে একটি হাত পরিত্যাক্ত অবস্থায় পড়ে ছিল। পরিচ্ছন্নতাকর্মীরা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে হাতটি উদ্ধার করি। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ফরেনসিক মর্গে রাখা হয়েছে।’

হাতের আঙ্গুলের ছাপ নিয়ে হাতটির পরিচয় জানতে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে সিআইডির একটি দল। আঙ্গুলের ছাপ মিলিয়ে সহজেই হাতের মালিকের পরিচয় পাওয়া যাবে বলে ধারণা করছে পুলিশ।

বিএস/এমএফও

Yakub Group

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!