চট্টগ্রাম নগরীর খুলশী থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৩১টি স্মার্টফোন জব্দ করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। একইসঙ্গে চোরচক্রের এক সদস্যকেও গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১৫ জুন) এসব তথ্য জানানো হয়েছে ডিবির পক্ষ থেকে। এর আগে শনিবার খুলশী থানার পলিটেকনিক্যাল আগার মোড় এলাকায় অভিযান চালিয়ে এসব ফোন জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম কে এম মেহেদী হাসান। তিনি গোপালগঞ্জ জেলার দিগনগর এলাকার কেএম আলমগীরের ছেলে।
ডিবি আরও জানিয়েছে, বিভিন্ন মডেলের ছয় লাখ টাকার মোট ৩১টি স্মার্ট ফোন বিক্রি করবে একজন—এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। ঘটনাস্থল থেকে হাতেনাতে চোর চক্রের এক সদস্যকে মোবাইলসহ গ্রেপ্তার করা হয়।
চোরচক্রের সদস্যরা নগরীর বিভিন্ন এলাকা থেকে মোবাইল চুরির পর বিক্রি করে থাকে। জব্দ মোবাইলগুলোর বাজার দর আনুমানিক ৬ লাখ ২০ হাজার টাকা। গ্রেপ্তার মেহেদীর বিরুদ্ধে খুলশী থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছে ডিবি।
ডিজে