খুলশীতে ২২ লাখ টাকার স্বর্ণ চুরি করে ১২ দিন আত্মগোপনে গৃহকর্মী, টেকনাফে ধরা

বিশ্বস্ত গৃহকর্মীকে বাসায় রেখে পরিবার নিয়ে বেড়াতে গিয়েছিলেন গৃহকর্তা মো. মাহবুবুর রহমান। এসে দেখেন ২২ লাখ টাকার স্বর্ণালঙ্কার নিয়ে উধাও গৃহকর্মী। পরে মামলা করে থানায়। মামলার ২৪ ঘণ্টার মধ্যে গৃহপরিচারিকাকে গ্রেপ্তার করে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার করা হয় ১২ ভরি স্বর্ণ ও ১৮ হাজার টাকা।

গ্রেপ্তার গৃহপরিচারিকার নাম সেলিনা আক্তার আফিয়া। তাকে কক্সবাজারের টেকনাফ থেকে গ্রেপ্তার করে খুলশী থানা পুলিশ। তিনি উপজেলার সাবরাং কোয়াংছড়ির বাসিন্দা। চুরির পর ১২ দিন আত্মগোপনে ছিলেন গৃহপরিচারিকা সেলিনা।

এর আগে গত ৯ জানুয়ারি চট্টগ্রাম নগরীর খুলশীর বাসিন্দা মো. মাহবুবুর রহমানের বাসার আলমারি ভেঙে ২২ লাখ টাকা মূল্যের স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যান সেলিনা।

জানা গেছে, মাহবুবুর রহমান তার পরিবার নিয়ে গত ৯ জানুয়ারি বাসার বাইরে যান। এসময় তিনি গৃহপরিচারিকা সেলিনাকে রেখে যান বাসায়। প্রায় আড়াই ঘণ্টা পর তিনি বাসায় এসে দেখেন, আলমারি ভেঙে তার স্ত্রীর ব্যবহারের আড়াই ভরি ওজনের এক জোড়া হাতের বালা, সাড়ে বারো ভরি ওজনের গলার সেট নিয়ে উধাও সেলিনা। যেগুলোর বাজার মূল্য প্রায় ২২ লাখ টাকা।

অনেক খোঁজাখুঁজির পর গত ২১ জানুয়ারি খুলশী থানায় মামলা করেন তিনি। মামলার পর অভিযানে নামে খুলশী থানা পুলিশ।

অভিযান চালিয়ে ২১ জানুয়ারি কক্সবাজার জেলার টেকনাফের সাবরাং কোয়াংছড়ির থেকে সেলিনাকে গ্রেপ্তার করা হয়।

খুলশী থানা পুলিশ জানায়, গৃহপরিচারিকা সেলিনা দেড় মাস ধরে খুলশীর মোহাম্মদ মাহবুবুর রহমানের বাড়িতে কাজ করতেন। চুরির পর তাকে টেকনাফের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে সেলিনাকে আদালতে পাঠানো হয়েছে।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm