খুলশীতে মধ্যরাতে চালককে ছুরি মেরে অটোরিকশা ছিনতাই

চট্টগ্রামে বাড়ছে ব্যাটারিচালিত অটোরিকশা রিকশা ছিনতাই। এসব অবৈধ রিকশাকে টার্গেট করে নগরজুড়ে ছিনতাইয়ে তৎপর একটি চক্র। বিশেষ করে কম জনবসতি ও সুনসান এলাকায় এমন ঘটনা বেশি ঘটছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাত আড়াইটার দিকে চট্টগ্রাম নগরীর খুলশীতে চালককে ছুরি মেরে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

জানা গেছে, খুলশী থানার মাস্টার লেন এলাকার অগ্রদূত ক্লাব সামনে চার ছিনতাইকারী চালককে ছুরি মেরে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। এরপর চালকের চিৎকার শুনে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যায়।

আহত অটোরিকশা চালক জানান, রাত আড়াইটার দিকে দেওয়ানহাট থেকে পাহাড়তলী রেলগেট যেতে ৪ কিশোর অটোরিকশায় ওঠে। তারা মাস্টার লেন অগ্রদূত ক্লাবের সামনে নামিয়ে দিতে অনুরোধ করে। এরপর কিছু বুঝে ওঠার আগেই গলির ভেতর নিয়ে হঠাৎ ছুরির আঘাত করে আমার অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যায়।

স্থানীয় বাসিন্দা শাহাদাত ও রাজু জানান, চালকের চিৎকার শুনে ঘর থেকে বেরিয়ে আমরা তাকে উদ্ধার করি। এরপর তার স্বজনদের খবর দিই এবং তাকে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যাই।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবর রহমান বলেন, ‘ইদানিং এমন ঘটনা বেশি ঘটছে, তা আমরা শুনতে পাচ্ছি। আমি প্রতিরোধমূলক ব্যবস্থা নিচ্ছি।’

জেএস/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm