খুলশীতে ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

নগরীর খুলশীতে ভবনের ছাড় থেকে পড়ে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

খুলশীর জিইসি মোড়ের বাটাগলি সংলগ্ন শান্তিধারা আবাসিক এলাকার কানুনগো ভবনের ৫ম তলা থেকে পড়ে শিশুটির মৃত্যু হয়।

শনিবার (৩১ ডিসেম্বর) দুপুর সোয়া ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম মো. জাহিদুল ইসলাম আয়ান। সে জেলা প্রশাসক কার্যালয়ের অস্থায়ী ফটোগ্রাফার মো. জনির ছেলে।

নিহত শিশু আয়ানের দাদা অলি উল্লাহ জানান, শান্তিধারা আবাসিক এলাকার কানুনগো বিল্ডিংয়ের ৫ম তলার ওপরে টিনশেড ঘরে ভাড়ায় থাকতেন ফটোগ্রাফার জনি।

শনিবার দুপুরে পরিবারের সদস্যদের অজান্তে ভবনের ছাদে হাঁটতে গিয়ে আয়ান অসাবধানতাবশত উল্টে নিচে পড়ে গেলে মাথা ও কপালে গুরুতর আঘাত পায়।

তাকে না পেয়ে পরিবারের লোকজন খুঁজতে থাকে। এক পর্যায়ে ওই ভবনের নিচে গুরুতর আহত অবস্থায় আয়ান দেখতে পায়। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আইএমই/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm