নির্মাণাধীন ভবনের নিচে জমে থাকা পানিতে এডিস মশার লার্ভা পাওয়ায় দুই মালিককে জরিমানা করা হয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমান আদালতের দুজনকে ২০ হাজার টাকা জরিমানা করেন।
মঙ্গলবার (১২ নভেম্বর) চট্টগ্রাম নগরীর সকালে এ অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।
জানা গেছে, অপর অভিযানে অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা করার দায়ে ৩ ব্যক্তিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এরপর ডেঙ্গু সচেতনতায় জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ ও মশার ওষুধ স্প্রে করা হয়।
আইএমই/ডিজে