চট্টগ্রাম নগরীর আমবাগান এলাকায় আবারও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এক কিশোরকে ছুরি মেরে মোবাইল ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। এনিয়ে তিনদিনে ছয়টি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
ছিনতাইয়ের শিকার কিশোরের নাম জুবায়ের (১৫)। সে আমবাগান এলাকার আক্তার হোসেনের ছেলে। ছুরিকাঘাতের পর সে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নেয়।
মঙ্গলবার (২৮ মে) দুপুরে খুলশী থানার আমবাগান রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, মঙ্গলবার জোবায়ের রেল গেট এলাকা দিয়ে আসার পথে তার পথ রোধ করে ছিনতাইকারীরা মোবাইল ছিনিয়ে নেয় এবং ছুরি মেরে পালিয়ে যায়।
অভিযোগ রয়েছে, সোহাগ, আতিক, রাব্বি, তাছিন নামের সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র এলাকায় ছিনতাই করে বেড়ায়। আর এদের নেপথ্যে রয়েছেন মুক্তা নামের এক নারী মাদক ব্যবসায়ী।
এর আগে সোমবার একইস্থানে গার্মেন্টসকর্মী সাগর ও নুর ইসলাম নামের দুই ব্যক্তি ছিনতাইয়ের শিকার হয়। তাদের কাছ থেকেও টাকা এবং মোবাইল ফোন ছিনতাই করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নেয়ামত উল্লাহ বলেন, ‘আমার কাছে কেউ অভিযোগ নিয়ে আসেনি। আপনি ভুক্তভোগীকে থানায় পাঠান।’
জেএস/ডিজে