খুলশীতে এক সমিতির এজিএম নিয়ে সংঘাতের আশঙ্কা, বন্ধের আবেদন সদস্যদের

চট্টগ্রাম নগরীর খুলশীকে এক কো-অপারেটিভ সমিতির বার্ষিক সাধারণ সভা (এজিএম) নিয়ে মুখোমুখি হয়েছে দুই পক্ষ। এতে সংঘাতের শঙ্কায় সভা বন্ধে নগর পুলিশ কমিশনারের দ্বারস্থ হয়েছে সমিতির সদস্যরা।

শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুরে খুলশীর আমবাগান ফ্লোরা পাস ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ‘ওয়ারলেস কলোনি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড’ নামের সমিতির এজিএম অনুষ্ঠিত হওয়ার কথা। সমিতির সদস্যরা সভা বন্ধ করতে লিখিত আবেদন করেন পুলিশ কমিশনার বরাবরে। সমিতির সদস্যদের পক্ষে সুরজ্জামান এই আবেদনটি করেন।

এর আগে সমিতির সাধারণ সভায় হট্টগোল এবং হাতাহাতির ঘটনা ঘটলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সদস্যদের মতামতের বিরুদ্ধে দিয়ে সভার স্থান নির্ধারণ করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

সমিতি সভাপতি আবুল কাসেম বলেন, ‘সভার অনুমতির বিষয়ে গত ১৫ ডিসেম্বর থানায় চিঠি পাঠানো ও রিসিভ করা হয়েছে।’

সদস্যদের অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে আবুল কাসেম থানায় আছেন বলে জানান।

Yakub Group

এ বিষয়ে খুলশী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ চাকমা বলেন, ‘শুনেছি সমিতির সদস্য সংখ্যা প্রায় ১৮০০। কমিশনার দপ্তর থেকে বিষয়টি জানানো হয়েছে। তবে সভা বন্ধের আবেদন এখনো হাতে পাইনি।’

জেএস/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!