চট্টগ্রামের রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) এক হাবিলদারকে মারধরের অভিযোগ উঠেছে দুই সহকর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে খুলশী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী।
মঙ্গলবার (১৩ মার্চ) বিকাল সাড়ে ৫টায় খুলশী থানার টাইগারপাস মোড় শাহীন মৃধা (৪৬) নামের আরএনবির ওই সদস্য হামলার শিকার হন বলে জানা গেছে। তিনি তিনদিনের ছুটিতে চট্টগ্রামে এসেছিলেন।
অভিযুক্তরা হলেন আরএনবি গোয়েন্দা শাখার সিপাহী রিপন চন্দ্র দাশ ও পাহাড়তলী স্টেশন চৌকির হাবিলদার আব্দুল্লাহ আল নোমান।
খুলশী থানার তদন্তকারী কর্মকর্তা এএসআই নিউটন চাকমা জিডির সত্যতা নিশ্চিত করেন।
জিডিতে বলা হয়, ব্রাহ্মণবাড়িয়া জেলার তাল শহর স্টেশনের আরএনবির হাবিলদার শাহীন মৃধা তিনদিনের ছুটিতে চট্টগ্রাম আসে। মঙ্গলবার টাইগারপাস মোড়ে এলে পূর্ব শত্রুতার জেরে তাকে মারধর করেন রিপন ও নোমান।
তবে এ বিষয়ে জানতে চাইলে অভিযোগ অস্বীকার করে আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না।’
রেলওয়ে নিরাপত্তা বাহিনী চট্টগ্রাম কমান্ড্যান্ট রেজয়ান-উর- রহমান বলেন, থানায় জিডির বিষয়টি শুনেছি। তবে এখনও লিখিত অভিযোগ হাতে পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’
জেএস/ডিজে