চট্টগ্রাম নগরের খুলশীর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চান মিয়া হাওলাদার (৪০) নামের এক ব্যক্তি মারা গেছেন।
মঙ্গলবার (৮ জুন) বিকেল ৫টার দিকে সেগুন বাগানের ৩ নম্বর লেইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চান মিয়া হাওলাদার মাদারীপুর জেলার মাদারীপুর সদর থানার কুনিয়া ইউনিয়নের হাওলাদার বাড়ির আবদুল মোতালেব হাওলাদারের ছেলে।
চমেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক শীলাব্রত বড়ুয়া বলেন, সেগুন বাগান ক্যান্টিন গেট এলাকার বাংলোতে কাজ করার সময় বৈদ্যুতিক তারের সঙ্গে লেগে অজ্ঞান হয়ে যায়। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিএম/এসএ