খুলছে হাজারী গলির দোকান, জব্দ করা হচ্ছে সিসিটিভির হার্ডডিস্ক

একদিন বন্ধ থাকার পর চট্টগ্রাম নগরীর হাজারী গলির সকল ধরনের দোকান খুলে দেওয়া হচ্ছে। সকাল দশটা থেকে জেলা প্রশাসনের একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনীর সহযোগিতায় সিলগালা করা দোকানগুলো খোলা হচ্ছে।

তবে দোকানদাররা অভিযোগ করেন, দোকান খোলার পর যে সকল দোকানে সিসিটিভি ক্যামরা আছে সেগুলোর হার্ডডিস্ক খুলে নিয়ে যাওয়া হচ্ছে। পাশাপাশি দোকান খোলার পর মালিকের থেকে কোন ক্ষয় ক্ষতি হয়নি মর্মে স্বাক্ষর নেওয়া হচ্ছে বলেও জানান তারা।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল দশটা থেকে এই কার্যক্রম শুরু হয়। যা এই রির্পোটটি লেখা পর্যন্ত চলমান রয়েছে।

এর আগে, মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যায় ইসকনকে নিয়ে ফেসবুকে একটি ফটোকার্ড শেয়ার করাকে কেন্দ্র করে হাজারীগলিতে ঝামেলার সূত্রপাত হয়। ইসকন নিয়ে বিরূপ স্ট্যাটাস শেয়ার দেওয়ায় স্থানীয় হিন্দুরা ওসমান মোল্লা নামে এক ব্যবসায়ীকে মারধর ও দোকান ভাঙচুর করে। পরবর্তীতে পুলিশ ও সেনাবাহিনী আহত ব্যবসায়ীকে উদ্ধার করতে গেলে তাদের উপর এসিড ছুঁড়ে মারার অভিযোগ করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পরবর্তীতে ঘটনার দিন রাতেই হাজারী গলিতে অভিযান চালায় যৌথ বাহিনী। মঙ্গলবার দিবাগত রাত থেকে বুধবার পর্যন্ত অভিযান চালিয়ে ৮২ জনকে আটক করা হয়েছিল। তাদের মধ্যে ৪৯ জনকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বাকি ৩৩ জনকে যাচাই-বাছাই করে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

এর আগে বুধবার রাতে নগরের কোতোয়ালী থানায় পুলিশ বাদি হয়ে এই ঘটনায় একটি মামলা করে। মামলায় ৪৯ জনের নাম উল্লেখ করে আরো ৫০০-৬০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm