খাস ‘চিটাগনিয়ান’ বরিশালে, ‘কাটার মাস্টার’ চট্টগ্রামে

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়ে গেল বৃহস্পতিবার। তালিকায় থাকা ১৫৭ জন ক্রিকেটারের মধ্য থেকে স্কোয়াড গঠন করেছে দলগুলো।

ড্রাফটে চারটি গ্রেডের মধ্যে সবার নজর ছিল ‘এ’ গ্রেডে। এই তালিকার পাঁচজনের দিকেই ছিল স্পটলাইট। এরা হলেন— সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, মুশফিকুর রহিম এবং ‘কাটার মাস্টার’ মোস্তাফিজুর রহমান।

‘এ’ গ্রেডের এই পাঁচ ক্রিকেটারের মধ্যে জেমকন খুলনা নিয়েছে সাকিব ও রিয়াদকে। তামিমকে নিয়ে ফরচুন বরিশাল। মুশফিককে দলে ভিড়িয়েছে ঢাকা। মোস্তাফিজকে নিয়েছে চট্টগ্রাম। তবে মিনিস্টার গ্রুপ রাজশাহী ‘এ’ গ্রেডের কোনো ক্রিকেটারকে দলে নেয়নি।

এছাড়া বাংলাদেশের ক্রিকেটের বর্ণিল চরিত্র মাশরাফি বিন মর্তুজা ইনজুরির কারণে প্লেয়ার্স ড্রাফটে নাম লেখাতে পারেননি।

নিষেধাজ্ঞার কারণে গত এক বছর ক্রিকেটের বাইরে ছিলেন সাকিব আল হাসান। এই টুর্নামেন্ট নিয়ে মাঠে ফিরছেন তিনি। তাই সাকিবের দিকে তাকিয়ে ভক্তরা।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!