চট্টগ্রামের হাটহাজারী উপজেলার লোহারপুল এলাকার পুরুলিয়া খাল থেকে এক মানুষের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। লাশটি গলে পঁচে শুধু কঙ্কালই অবশিষ্ট রয়েছে।
শুক্রবার (৪ জুন) কঙ্কালটি উদ্ধার করা হয়েছে।
স্থানীয়রা জানান, খালে নর কঙ্কালটি দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে কঙ্কালটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে কঙ্কালটি নারী নাকি পুরুষের সেটি নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাৎ হোসেন চট্টগ্রাম প্রতিদিনকে জানান, ধারনা করা হচ্ছে বেশ কিছুদিন আগে মৃত্যু হয়েছে। কঙ্কালটি এখানকার কারও নাকি জোয়ারে অন্য কোথাও থেকে ভেসে এসেছে বলা মুশকিল। আমরা লাশের রহস্য উদ্ধারে চেষ্টা করছি।
বিএস/এসএ