s alam cement
আক্রান্ত
৭৫৩৬৩
সুস্থ
৫৩৮৯৮
মৃত্যু
৮৮৫

খালে মাছ ধরতে গিয়ে প্রাণ গেল কিশোরের

0

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের হোয়াইক্যং খালে মাছ ধরতে গিয়ে প্রাণ গেল এক কিশোরের। তার নাম খলিলুর রহমান (১৬)। সে হোয়াইক্যং পশ্চিম নয়াপাড়ার মো. সালামের পুত্র।

শনিবার (১০ জুলাই) সকাল ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

এর সত্যতা নিশ্চিত করে হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) আব্দুল গাফফার জানান, শনিবার সকালে খলিল প্রতিবেশী চাচাদের সাথে ঝাঁকি (খেপড়া) জাল নিয়ে ঝিমংখালী খালে মাছ শিকারে যায়।

মাছ শিকারের এক পর্যায়ে খলিলুর রহমান পানিতে ডুবে যায়। তাকে দেখতে না পেয়ে খোঁজাখুজির ঘণ্টাখানেক পর খলিলের লাশ উদ্ধার করা হয়।

কেএস

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm