বাংলাদেশ রেলওয়ে ৩য় বারের মত লোকবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সারাদেশে খালাসী পদে ১ হাজার ৮৬ জনকে নিয়োগ দেওয়া হবে। এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রেলপথ মন্ত্রণালয়।
বুধবার (৮ ডিসেম্বর) বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক একেএম আব্দুল্লাহ আল বাকী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।
জানা যায়, এ পদে পাবনা এবং লালমনিরহাট জেলার বাসিন্দা ছাড়া অন্যান্য অঞ্চলের নাগরিকরা আবেদন করতে পারবেন। বয়স হতে হবে সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩০ বছর।
২০২০ সালে যাদের বয়স ৩০ পূর্ণ হয়েছে তারাও আবেদন করতে পারবেন।
প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এসএসসি পাস। আবেদন করতে হবে www.railway.gov.bd এ ঠিকানায়।
আবেদন ফরম পূরণ শুরু হবে আগামী ২০ ডিসেম্বর সকাল ১০টা থেকে। শেষ হবে ২৬ জানুয়ারি ২০২২।
জেএস/কেএস