চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় একটি খামারের ৭টি গরু চুরি হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে শীলকূপ ইউনিয়নের জঙ্গল শীলকূপ গ্রামের ইকোপার্ক সংলগ্ন হাজী সবুর মিশ্র খামারে এ চুরির ঘটনা ঘটে।
খামারের মালিক হাজী আব্দুর ছবুর বলেন, পাহারাদার মোক্তার আহম্মদকে চোরের দল রশি দিয়ে বেঁধে ট্রাকে তুলে ৭টি গরু নিয়ে গেছে। ওই ৭টি গরুর মূল্য আনুমানিক ৬ লাখ টাকা। গরুগুলো বাঁশখালী প্রধান সড়ক হয়ে কক্সবাজারের দিকে নিয়ে গেছে। প্রধান সড়কের বিভিন্ন স্থানে স্থাপিত সিসিটিভি ক্যামরায় তা দেখা গেছে। এ ব্যাপারে থানায় অভিযোগ করা হয়েছে বলে জানান তিনি।
এ ব্যাপারে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রেজাউল করিম মজুমদার বলেন, চুরির খবর পেয়ে পুলিশ অভিযানে নেমেছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। গরু চোরেরা রেহায় পাবে না।
এসএ