রমজান উপলক্ষে চিনির বাজার অস্থির করে তুলছে কিছু ব্যবসায়ী। ঊর্ধ্বমুখি দামকে রুখতে অভিযানে নেমেছে জেলা প্রশাসন। চট্টগ্রাম নগরীর খাতুনগঞ্জে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে চিনি বিক্রির দায়ে চার প্রতিষ্ঠানের মালিককে সাত হাজার টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খাতুনগঞ্জে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো উমর ফারুক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত।
জানা গেছে, অভিযানে বেশি দামে চিনি বিক্রি ও নানা অনিয়মের অপরাধে লক্ষ্মী নারায়ণ স্টোরকে ২ হাজার টাকা, নাহিদ ট্রেডার্সকে ২ হাজার টাকা এবং জমজম ট্রেডার্স ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া নাম ছাড়া এক দোকানকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বলেন, ‘চট্টগ্রামে হঠাৎ করে চিনির বাজারে অস্থিরতা সৃষ্টি হয়েছে। দাম নিয়ন্ত্রণে অভিযানে নেমেছে জেলা প্রশাসন। সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে চিনি বিক্রি করায় চার প্রতিষ্ঠান মালিককে জরিমানা করা হয়েছে।’
আরএ/ডিজে