খাতুনগঞ্জে বেশি দামে আদা বিক্রি, ব্যবসায়ীকে অর্থদণ্ড

বেশ কিছুদিন ধরে অস্থিতিশীল হয়ে উঠেছে আদার বাজার। এই সুযোগকে কাজে লাগিয়ে অতিরিক্ত দামে আদা বিক্রি করছে কিছু অসাধু ব্যবসায়ী। চট্টগ্রাম নগরীর খাতুনগঞ্জে বেশি দামে আদা বিক্রি করায় ও পণ্যের মূল্য তালিকা না থাকায় মেসার্স মিতালী ট্রেডার্স নামের এক প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

অভিযানে মেসার্স মিতালী ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এছাড়া কাগজপত্রের অসঙ্গতি পাওয়ায় আল নূর করপোরেশন নামের আরেক প্রতিষ্ঠানকে সাময়িক সিলগালা করা হয়।

সোমবার (২৯ মে) চট্টগ্রামে বৃহত্তর ভোগ্যপণ্যের পাইকারী বাজার খাতুনগঞ্জে এই অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের উপ-পরিচালক ফয়েজ উল্যাহ।

ফয়েজ উল্যাহ বলেন, ‘খাতুনগঞ্জের মেসার্স মিতালী ট্রেডার্স অতিরিক্ত দামে বিক্রি আদা বিক্রি করছিল। এছাড়া তাদের পণ্যের মূল্য তালিকা ছিল না। এজন্য প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

এছাড়া আল নূর কর্পোরেশন নামে একটি প্রতিষ্ঠানের কাগজপত্রে আমরা সমস্যা পেয়েছি। তাই প্রতিষ্ঠানটি সাময়িকভাবে সিলগালা করে দেওয়া হয়েছে বলে জানান তিনি।

আরএ/ডিজে

Yakub Group

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!